দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটানগরে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার আদলে মণ্ডপ ৷ উচ্চতা ১১১ ফুট ৷ শুনে অবিশ্বাস্য মনে হলেও, বাটানগরের নিউল্যান্ডের মাঠে এলেই দেখতে পাবেন বিশ্বের এই বৃহত্তম সরস্বতী। দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন নামে দু'টি ক্লাব । তবে বড় পুজোর স্বার্থে এই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে ।
শিল্পী সোমনাথ তামলির দক্ষ হাতে দেবী সরস্বতীর আদলে গড়ে উঠছে ১১১ ফুটের এই মণ্ডপ ।
সবচেয়ে বড় দুর্গা আগে তৈরি হলেও সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের। তাঁরা মনে করছেন, এই বছর বাটানগরের এই প্রতিমা দর্শন করতে আসবে রেকর্ড সংখ্যক মানুষ, যা এই মাঠেই হওয়া অতীতের দুর্গাপূজার দর্শনার্থীদের রেকর্ডকেও ছাপিয়ে যাবে।অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অতিরিক্ত উচ্চতার কারণে আইনি বাধায় আটকে যায় পুজো । তবে কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়েই পুজোর কাজ শুরু করেছেন তাঁরা ৷ আলাদা করে নিরাপত্তার ব্যবস্থাও করবে উদ্যোক্তারা।
পঞ্জিকা মেনে পুজো হচ্ছে সোমবার । সরস্বতী পূজাকে কেন্দ্র করে পূজোর আশেপাশের ফাঁকা মাঠেও বসেছে মেলা। সব মিলিয়ে উদ্যোক্তাদের দাবি দূরদূরান্ত থেকে এই প্রতিমা দেখতে দর্শনার্থীরা যেমন আসবেন,তেমনি প্রতিমা দেখার পাশাপাশি তারা মেলার আনন্দও উপভোগ করতে পারবেন। পুজো শুরুর এক মাস আগে থেকেই তাই বাটানগরের নিউল্যান্ড মাঠে সাজ সাজ রব। বড় বড় ক্রেনের মাধ্যমে এই প্রতিমাটি স্থাপন করা হয়েছে।
এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের শিল্পী সোমনাথ তামলির কথায়,"বাঁশ, বাখারি, চট, থার্মোকল-সহ অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই ১১১ ফুটের সরস্বতীর আদলের মণ্ডপ ৷ আশা করি এত বড় সরস্বতী সবার মন জয় করবে ৷" এই পূজার আহ্বায়ক মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহার অনুরোধে এবং অকৃপণ সহযোগিতায় দুটি ক্লাবের সদস্যরা এবার একসঙ্গে এই বড় বাজেটের পুজো করার সিদ্ধান্ত নেয়৷
তিনি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন "ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করেন নতুনত্ব কিছু করার। সেই অনুপ্রেরনায় অনুপ্রাণিত হয়েই এই চিন্তাভাবনা"।