"ভয় নেই এমন দিন এনে দেব
দেখ সেনাবাহিনীর বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে
কুচকাওয়াজ করবে তোমার সামনে"
কবির ভাবনা আমাদের সবার ভাবনা। কিন্তু এমন দিন আসেনি এখনও, একদিন সারা বিশ্বজুড়ে শান্তি নেমে আসবে, এই আশায় একটা গোটা দিন উদযাপিত হয়, আজ সেই দিন, ২১ সেপ্টেম্বর, বিশ্ব শান্তি দিবস।
১৯৮১ সালে গোটা পৃথিবীর কাছে যুদ্ধবিরোধী বার্তা পৌঁছে দিতে, আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনের একটি প্রস্তাব পাস করা হয়। ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক শান্তি দিবসটি প্রথম পালিত হয়েছিল
হিংসামুক্ত পৃথিবী গড়ে তোলাই বিশ্ব শান্তি দিবসের শপথ। তবে, খাতায় কলমে সেই দিন এখনও বহু দূর। এখনও বহু দেশের 'দাদাগিরি' চলছে অন্য দেশের ওপর। এখনও মানুষ প্রাণ হারাচ্ছে যুদ্ধে, শিশুদের মৃত্যু মিছিল লম্বা হচ্ছে। সেই সব ভয়াবহতা, নৃশংসতার উল্টোদিকে শান্তি চাওয়া মানুষের দল।
তবে যুদ্ধ তো শুধু রাষ্ট্রে রাষ্ট্রে হয়না। একই দেশে, একই শহরের মানুষে মানুষেও কত হিংসা, কত হানাহানি, কত অন্যায়, কত অবিচার, কত অসাম্য। সব মুছে দিয়ে শান্তি আসুক। অন্ধকার ভেদ করে আলোর মতো শান্তি আসুক। শান্তির পক্ষে মানে কি শান্ত থাকা? কখনওই না। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানোও শান্তির জন্যেই। এ পৃথিবীর বুকে শান্তি আসুক নেমে।