Valentine's Day-Gen Z style: 'বেঞ্চিং' থেকে 'স্লো ফেড'! উফফ...ডেটিং কী কঠিন!

Updated : Feb 14, 2025 18:19
|
Editorji News Desk

'এক বৈশাখে দেখা হল দু'জনার, জষ্ঠিতে হল পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে, কী হয় কী হয়, কে জানে কী হয়!'

ঠিক এরকম কী হয় কী হয় ভাব হত, তবে আজ থেকে ৩/৪ দশক আগে। কালের নিয়মে কত কিছু বদলেছে, প্রেমের ধরণই বা বদলাবে না কেন? রিলেশনশিপ বা কোর্টশিপ নয়, জেন Z এখন স্বচ্ছন্দ অন্যরকম ডেটিং-এ। ডেটিং-এর বিভিন্নতার ভিত্তিতে তাকে আবার আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে। কোনওটার নাম সিচুয়েশনশিপ, কোনওটা বেঞ্চিং, ঘোস্টিং, স্লো ফেড, থার্স্ট ট্র্যাপ।

সিচুয়েশনশিপ

কী এই সিচুয়েশনশিপ? নাহ, নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। মানে, কোন কোন বক্সে টিক করলে বলা যাবে আপনি সিচুয়েশনশিপে আছেন, এমনও কোনও ছক বাঁধা নিয়ম নেই। তাহলে?

সিচুয়েশনশিপ খানিকটা কুয়াশার মতো, শুধু মেঘ বলা যাবে না, আবার বৃষ্টিও না। অর্থাৎ প্রেম বা প্রেমের মতো একটা টান, ভাল লাগা, অনুভূতি আছে, অথচ সম্পর্ককে নাম দিতে রাজি নন দু'জন। সিলমোহর দিচ্ছেন না সম্পর্ককে। তবে জীবনে বন্ধুর চেয়ে সামান্য হলেও বেশি কিছু বলে ডাকা যায়, এমন কারোর সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে।

প্রেম আছে, প্রেমের তকমা নেই, তাই সমাজের নানা প্রত্যাশা পূরণের চাপ নেই। যার সঙ্গে সিচুয়েশনশিপে আছেন, তাকে প্রতিশ্রুতি দিতেও হচ্ছে না। আজ আছেন মানে, কালও থাকবেন, এতটুকু আশ্বাসের দরকারও পড়ছে না, তাই সিচুয়েশনশিপ।

বেঞ্চিংঃ

এই মুহুর্তে মানুষটির সঙ্গে রোম্যান্টিক সম্পর্কে নেই আপনি, তবু প্ল্যান বি হিসেবে হাতে রেখেছেন কাউকে, বা কেউ আপনাকে। বেঞ্চিং-এর ক্ষেত্রে দু'টো মানুষের মধ্যে কথা হচ্ছে, দেখা হচ্ছে, ঘনিষ্ঠতা একটা মাত্রার ওপর বাড়ছে না, তবে ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা থাকছে।

DTR (ডিফাইন দ্য রিলেশনশিপ)

দু'টো মানুষ কাছাকাছি আছেন, দেখা হচ্ছে, রোম্যান্টিক কথাও হচ্ছে, ঘনিষ্ঠতা ভালোই রয়েছে, কিন্তু এই সম্পর্ককে ঠিক কী নামে ডাকবেন, এখনও জানেন না, অথচ আপনি নাম দিতে চান, তাই এবার আপনার সঙ্গীকে রীতিমতো চেপে ধরেছেন, সম্পর্কের একটি নির্দিষ্ট সংজ্ঞা দিতেই হবে। এটা হল ডিফাইন দ্য রিলেশনশিপ স্টেটাস।

থার্স্ট ট্র্যাপ

এক্ষেত্রে সম্ভাব্য সঙ্গীর দৃষ্টি আকর্ষণের জন্য সোশ্যাল মিডিয়ায় ছবি, সেলফি বা ক্যাপশনকে ব্যবহার করে জেন জি। কোথাও ঘুরতে গেলে নিজের সুন্দর সুন্দর ছবি তুলে এডিট করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় নির্দিষ্ট কারোর কথা ভেবেই।

ঘোস্টিং

ঝুপ করে ডুবে যাওয়া সম্পর্ক। মানে দুটো মানুষের সম্পর্ক ছিল, সব ঠিক্টহাক, একজন দুম করে, কোনও কারণ ব্যখ্যা না করে সম্পর্ক থেকে বেরিয়ে গেলেন, এমন ঘটনাও হালে ঘটছে। সম্পর্কে যে ইতি টানা হচ্ছে, সেটা পর্যন্ত জানানো হয় না উলটো দিকে থাকা মানুষটিকে। এই ঘটনা জেন জির কাছে পরিচিত ঘোস্টিং নামে।

স্লো ফেড

গ্রীষ্মের সূর্যাস্তের মতো ধীরে ধীরে একটা সম্পর্কের মরে যাওয়া। একটা সম্পর্কে ছিলেন, কিন্তু ক্রমশ ঘনিষ্ঠতার মাত্রা কমছে, সম্পর্কে থাকা মানুষ দু'টো রোজ একটু একটু করে দূরে চলে যাচ্ছে। যোগাযোগ কমছে, একে অন্যের জন্য সময় দেওয়া কমছে, দুজনের মন থেকেই মুছে যাচ্ছে আরেকজনের জায়গা। সব হচ্ছে ধাপে ধাপে, ঝুপ করে নয়। এই হল স্লো ফেডের ধর্ম।

GenZ

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ