ফ্যাশন (Fashion trend) ব্যাপারটা কেমন সমুদ্র সৈকতের মতো না? সমুদ্র যেমন কিছুই নিয়ে যায় না, সব ফিরিয়ে দেয়, ফ্যাশনও সেরকম। বহু বছরের পুরনো ফ্যাশন ফিরে ফিরে আসে। এই যেমন এখন ফিরে এল প্যারাশুট প্যান্ট (Parachute Pant), জেন ওয়াইয়ের দারুণ প্রিয় এই নতুন ট্রেন্ড।
আদতে বেশ চওড়া, শেপলেস খানিকটা, আর গোড়ালির কাছে চেপে বসা প্যারাশুট প্যান্ট এখন বেশ হিট। অতিমারীর সময় থেকেই ফ্যাশনে বেড়েছে লাইঞ্জ ওয়ায়রের কদর। কারণ, অধিকাংশ ক্ষেত্রে বাড়ি থেকে কাজ, তাই গায়ের সঙ্গে সেটে থাকা জামা না বেছে হালকা, ব্যাগি জামা বাছছেন ফ্যাশনিস্তারা।
Gold Price Update : সোনার দরে স্বস্তি, হাজার টাকার উপরে কমল রুপোর দাম
তারকারা পরছেন?
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্যারাশুট প্যান্টের টিকটক ভিউ আকাশ ছোঁয়া। জাহ্নবী কাপুর থেকে-রিহানা-হেইলি বাইবার, সবাইকেই দেখা গিয়েছে প্যারাশুট কার্গোয়।
কীসের সঙ্গে পরছেন?
প্যারাশুট প্যান্ট তো পরলেন, কিন্তু সঙ্গে কী পরবেন? ক্রপ টপ, ট্যাঙ্ক টপ, ব্যাগি সোয়েট শার্টের সঙ্গে প্যারাশুট পরলে কিন্তু ট্রেন্ডি লাগবেই।