পুজো আসছে , পুজো আসছে করতে করতে, এখন একেবারে দোরগোড়ায় শারদীয়া। জামা কাপড়, ম্যাচিং ব্লাউজ, জুতো কেনাকাটার পাট নিশ্চিত চুকেছে। কিন্তু শপিং তো করেছেন, সুন্দর করে গুছিয়ে সাজতে কিন্তু আরও কটা জিনিস মাস্ট।
কিছু টুকটাক জিনিস গুলো কিন্তু পুজোর গোছানো সাজে, একটু খানি জল মিশে যেতে পারে। তাই শেষ মিনিটে শপিং যাওয়ার আগে এই কয়েকটা ‘খুচখাচ’ জিনিস অবশ্যই কিনুন মনে করে।
সেফটিপিন - সব তো কিনেছেন, কিন্তু শাড়ি পরে পিন করার সময় এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ জিনিস খুঁজতে গিয়ে অনেকেই বাড়ি মাথায় করেন। তাই লাস্ট মিনিট শপিং-এ অবশ্যই কিনে ফেলুন সেফটিপিন।
কালো ছোট ক্লিপ, কাঁটা- ৫দিন ৫রকম চুল বাঁধা এক ঝক্কির কাজ। তারউপর যদি সময় মতো ক্লিপ খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু বেজায় বিপদ। তাই একপাতা ক্লিপ অবশ্যই কিনে রাখবেন।
টিপের পাতা- ছোট্ট হলেও গোটা সাজের মোড় ঘুরিয়ে দিতে পারে ছোট্ট একটা বিন্দি। কিন্তু অনেকসময়ই হাতের কাছে পাওয়া যায় না টিপের পাতা। তাই শপিং যাচ্ছেনই যখন ম্যাচিং করে কালো, লাল এবং মাল্টি কালারের একপাতা করে টিপ অবশ্যই কিনে রাখুন।
ছোট্ট আয়না : এবার পুজোয় বৃষ্টি তো সঙ্গী। তাই কখন ভিজবেন, কখন নতুন জামা গায়েই শুকোবে তার ঠিক ঠিকানা নেই। গলে যেতে পারে মেকআপ-ও। তাই আয়না ব্যাগে থাকলে একবার চোখ বুলিয়ে নিতে পারবেন সাজ ঠিক আছে কি না।
ব্যান্ড এইড: ব্যান্ড এইডটাও কিনে রাখুন লাস্ট মিনিট শপিং-এ। নতুন জুতোয় পায়ে ফোসকা পড়লে বেজায় কাজে লাগবে।