Mahashivaratri 2025 : ১৪৯ বছর পর এই মহাশিবরাত্রি, কেরিয়ারে উন্নতি হবে কোন রাশির? দেখে নিন

Updated : Feb 26, 2025 09:25
|
Editorji News Desk

২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, শিবরাত্রি। মহাশিবরাত্রি অনেকেই পালন করেন। সারাদিন নির্জলা উপবাস করে এই ব্রত পালন করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। আর চলতি বছরের শিবরাত্রি নাকি খুবই বিশেষ। কারণ শিবরাত্রির দিন, সূর্য, বুধ এবং শনি একসঙ্গে অবস্থান করবে। 

শিবরাত্রি তিথিতে এই তিনটি গ্রহের সংযোগ হতে চলেছে নাকি প্রায় ১৪৯ বছর পর। এই তিনটি গ্রহের সংযোগ এবং মহাশিবরাত্রির সংমিশ্রণ ২০২৫ সালের আগে শেষবার ১৮৭৩ সালে ঘটেছিল। ওই বছরও শিবরাত্রি বুধবারেই পড়েছিল। শোনা যায়, এই গ্রহসংযোগের সময় শিবের পুজো করলে ভক্তদের ইচ্ছা দ্রুত পূরণ হয়

জেনে নেওয়া যাক মনস্কামনা পূরণ করতে এই বিশেষ তিথিতে কীভাবে পুজো করবেন

১. শিবরাত্রির দিন সকাল সকাল গরম জল এবং তিল দিয়ে স্নান সেরে নিন।

২. স্নান করে পরিষ্কার পোশাক পরুন। 

৩. পুজোর উপকরণে গঙ্গাজল, দুধ, দই, মধু, বেলপত্র, ধুতরা, গোটা চাল, ফুল, ধূপ, প্রদীপ এবং মিষ্টি অবশ্যই রাখতে হবে। 

৪. শিবরাত্রি উপবাস করলে অবশ্যই ওঁ নমঃ শিবায় মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে।  

৫. শিবের পুজোয় ভাঙা বা ছেঁড়া বেলপত্র নিবেদন করবেন না। ব্রতর সময় ভুল চিন্তাভাবনা এড়িয়ে চলুন এবং মনকে পবিত্র রাখুন।

৬.সূর্যাস্তের পর কিছু না খাওয়াই ভাল

৭. তিথি শেষে দুধ, ফল খেয়ে উপবাস ভাঙাই শ্রেয়

ফাল্গুন মাসের এই বিশেষ দিনটিতে উপবাস করলে কিন্তু শুধু মনস্কামনা পূরণ নয় এই বিশেষ তিথিতে কিন্তু কয়েকটি রাশির কেরিয়ারেও উন্নতি হবে তরতরিয়ে। কোন রাশির ভাগ্যের চাকা ঘুরবে শিবরাত্রির পর? দেখে নিন এক নজরে। 

মকর রাশি 

মকর রাশিদের সাফল্যের সময় শুরু হবে। ব্যবসায়ে উন্নতি হবে। নতুন বিনিয়োগেও লাভের সম্ভাবনা প্রবল। 

কুম্ভ রাশি 

এই সময়টা কুম্ভ রাশির জন্য ভাল। ব্যবসাতে লাভ হবে, নতুন চাকরির সুযোগ আসবে। বাড়তে পারে ধন-সম্পদের পরিমাণ। 

মিথুন রাশি 

এই রাশিরও কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি হবে। চাকরি বদল হতে পারে। নতুন চাকরিতেও সাফল্য আসবে।  

 

Mahashivratri

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ