বর্ষায় প্রায়শয় অফিস যাতায়াতের পথে বৃষ্টিতে (Rain) ভিজে যেতে হয়। ফলে প্রিয় পোশাকও বৃষ্টির জলে ভিজে দাগ ছোপে (Rain Water Stains Remove) ভরে যায়। যে দাগ তুলতেই সময় কেটে যায়। আজ জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে জামা কাপড় থেকে ছত্রাকের দাগ তোলার উপায়।
১. জামা কাপড়ে ছত্রাকের দাগ থাকলে প্রথমে তা ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন। এরপর ভিনিগারের মধ্যে সামান্য বেকিং সোডা মিশিয়ে মিশ্রণটি দাগের উপর দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই দাগ উঠে যাবে।
২. লেবুর মধ্যে সামান্য নুন দিয়ে পোশাকের দাগের উপর ঘষে কিছুক্ষণ রেখে দিন।
৩. সাদা কাপড়ে দাগ লাগলে তিন ভাগ জলে এক ভাগ ব্লিচ মিশিয়ে ছোপের মধ্যে মাখিয়ে রেখে দিন।
আরও পড়ুন - দিনে এক ঘণ্টা কাজ করে আয় ১ কোটির ওপরে, গুগলের প্রসংশায় পঞ্চমুখ কর্মী
৪. সিল্কের পোশাকে দাগ লাগলে ব্রাশে করে হাইড্রোজেন পেরক্সোসাইড লাগিয়ে পোশাকের দাগটা ভাল করে ঘষে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।