দশমী মানেই এবার দেবী দুর্গার কৈলাসে ফেরার পালা। এমন দিনে মনে বিষাদ নিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠে বাঙালী। কিন্তু সিঁদুরে মার্কারি, লেড বা সীসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকারক রাসায়নিক যা ত্বক এবং চুলের ক্ষতি করে। তাই আজ এডিটরজি-র তে রইল সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেওয়ার কয়েকটি টিপস।
১. সিঁদুর খেলার আগে মুখের যত্ন নেওয়া উচিত। সিঁদুর মাখার আগে ভাল করে মুখে ময়শ্চারাইজার মেখে নিন। এতে সিঁদুর তোলা সহজ হবে।
২. সিঁদুর খেলার ক্ষেত্রে ভেষজ সিঁদুর ব্যবহার করলে ভাল। যদি তা সম্ভব না হয় তাহলে মাথা, মুখ এবং শরীরের যে যে অংশে সিঁদুর লেগেছে তা আগে ঝেড়ে ফেলুন। প্রথমেই জল দেবেন না।
৩. ফেশওয়াস মাখলেও অনেক সময় সিঁদুর উঠতে চায় না। এক্ষেত্রে সিঁদুর তোলার জন্য মেকআপ রিমুভার কিংবা নারকেল তেল ব্যবহার করবেন।
৪. সিঁদুর তলার জন্য একই তুলো বার বার ব্যবহার করবেন না। এতে ত্বকের ক্ষতি হয়।
৫. মুখ থেকে সিঁদুর উঠে গেলেও কোনও মাইল্ড স্ক্রাব ব্যবহার করতে পারেন। এর ফলে ত্বকের উন্মুক্ত রন্ধ্রে সিঁদুর থেকে গেলে তা পুরোপুরি উঠে যাবে।
৬. সিঁদুর খেলে মুখ ধোওয়ার পর অনেক সময় মুখ জ্বালা করে। এক্ষেত্রে মুখ ধুয়ে ঠান্ডা গোলাপ জল বা টোনার দিয়ে মুখ ভাল করে মুছে নিন।
৭. সিঁদুর খেলার পর কাঁচা দুধ, শসার রস, বেসন এবং অ্যালো ভেরা জেল দিয়ে একটি প্যাক বানিয়ে লাগিয়ে নিন। এতে ত্বকের আর্দ্রতা ফিরে আসে।
৮. সিঁদুর খেলার ফলে ত্বকের আর্দ্রতা একেবারে কমে যায়। এক্ষেত্রে সিঁদুর ধুয়ে ফেলার পরেও ময়শ্চারাইজার ব্যবহার করবেন ভাল করে।