Durga Puja 2024 : কলকাতায় একটুকরো বেনারস-হরিদ্বার, পুজো মণ্ডপেই গঙ্গা আরতি, থিমে চমক চেতলা অগ্রণীর

Updated : Sep 28, 2024 07:18
|
Editorji News Desk

কলকাতায় এবার বেনারসের ছোঁয়া । শহরে বসে একেবারে সামনে থেকে দেখতে পাবেন কাশী বেনারস ঘাটের গঙ্গা আরতি । শুধু বেনারস নয়, হরিদ্বারের গঙ্গা আরতিও দেখার সুযোগ পাবেন । অবাক হচ্ছেন ? এমনটাই কিন্তু ঘটতে চলেছে । ঠিকানা চেতলা । সেখানেই তৈরি হচ্ছে বেনারস ঘাট, হরিদ্বারের ঘাট । পাশ দিয়েই বয়ে যাবে গঙ্গা । আর সবটাই কিন্তু দেখা যাবে পুজো মণ্ডপে । হ্যাঁ ঠিকই শুনেছেন । চেতলা অগ্রণী ক্লাবের থিমে এবার শোভা পাচ্ছে মা গঙ্গা । শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে । মণ্ডপে ঠাকুরও এসে গিয়েছে । জোরকদমে চলছে মণ্ডপসজ্জার প্রস্তুতি ।

৩৩ বর্ষে পা দিয়েছে এবার চেতলা অগ্রণী ক্লাব । চলতি বছরের থিম, গঙ্গা বক্ষে দূষণ । যে থিমে চেতলা অগ্রণী ক্লাব মিলিয়ে দিচ্ছে কলকাতা ও বারাণসীকে । সেইসঙ্গে থিমের মাধ্যমে দেওয়া হচ্ছে একটি বার্তা । গঙ্গা দূষণ রোধের বার্তা । 

মণ্ডপে গেলেই দেখা যাবে, শেষ মুহূর্তের কাজ চলছে । সাজিয়ে তোলা হচ্ছে বেনারস, হরিদ্বারের সেই ঘাট । থাকছে মণ্ডপের চারপাশে বহমান গঙ্গা । বিশেষ প্রযুক্তির মাধ্যমে গঙ্গার ঢেউও ক্রিয়েট করা হবে । গঙ্গা আরতিও দেখানো হবে । মণ্ডপে গেলেই কাশী ঘাটের অনুভূতি মিলবে ।

গত বছরের মতো চলতি বছরও শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় সেজে উঠছে মণ্ডপ । পুজোর থিম নিয়ে শিল্পী জানাচ্ছেন, ফিরহাদ হাকিম প্রথম বলেছিলেন গঙ্গা দূষণ নিয়ে যদি কিছু করা যায় । সেখান থেকে ভাবনা শুরু । গঙ্গা জল সবসময় সবকিছুতে লাগে । গঙ্গাজল ছাড়া কোনও পুজো হয় না । সেই ভাবনা মাথায় রেখে ও গঙ্গায় যেভাবে দিনদিন দূষণ বাড়ছে, সেই বিষয়ে সচেতনতা প্রচারে এবারের থিমে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে ।    

শিল্পীর কথায়, একটা জায়গায় বা একটা মাঠে তো গঙ্গাকে সীমাবদ্ধ করা যায় না । গঙ্গাপাড়ের উপলব্ধি যাতে মানুষ করতে পারেন, তার প্রচেষ্টা ছিল । সেটাই মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে । ৫০ লাখের বেশি মানুষ এই পুজো দেখতে আসেন । তাই মানুষ যাতে এখানে কিছু এসে চাইতে পারেন, হতাশা থেকে মুক্তি পেতে পারেন, আশা নিয়ে যেতে পারেন যে আগামী দিনে মা যে কোনও পরিস্থিতিতে সঙ্গে আছেন । সেদিকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন শিল্পী ।

দক্ষিণ কলকাতায় পুজো পরিক্রমায় বেরিয়েছেন, অথচ তালিকায় চেতলা অগ্রণী থাকবে না, সেরকম কিন্তু খুব কমই দেখা যায় । প্রতি বছরই চেতলা অগ্রণীর থিমে থাকে চমক । এবারও তার অন্যথা হচ্ছে না । উল্লেখ্য, গত বছর থিম ছিল যে যেখানে দাঁড়িয়ে । তিনটি শ্রেণিকে দেখানো হয়েছিল । সমাজের বাস্তব রূপটাই তুলে ধরা হয়েছিল । চলতি বছরেও সামাজিক বার্তা দেওয়া হয়েছে ক্লাবের তরফে ।

Chetla Agrani

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ