বাঙালিদের দুর্গাপুজো মানে ৫ দিন । অন্তত শাস্ত্র তাই বলছে । ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী । কিন্তু, এখন তো পুজো শুরু হয়ে যায় মহালয়া থেকেই । গত দুই-তিন বছর ধরে দেখা যাচ্ছে মহালয়া থেকেই কলকাতার অধিকাংশ পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যায় । মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে করে তৃতীয়া, চতুর্থীর রাত থেকেই । তাই পুজো এখন আর পাঁচ দিনের বলা চলে না । শুধু তাই নয়, পুজোর জামা-কাপড় থেকে সাজগোজ...এখন পাঁচদিনের প্ল্যানিংয়ে হয় না । দ্বিতীয়া, তৃতীয়া থেকেই নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন অনেকে । কোনদিন কেমন পোশাক পরবেন, কেমন সাজবেন, কী ব্যাগ নেবেন, টিপস দিচ্ছে এডিটরজি বাংলা । আজ রইল, চতুর্থীর সাজগোজের টুকিটাকি...
চতুর্থী স্পেশ্যাল পোশাক
চতুর্থীর দিন সাবেকি নাকি পাশ্চাত্য...কোন ধরনের পোশাক পরবেন ভাবছেন ? যাই পরুন, পোশাকে যেন থাকে স্বাচ্ছন্দ্য । ওয়েস্টার্ন পোশাকের কথা যাঁরা ভাবছেন, চতুর্থীর দিন তাঁরা সুতির শর্ট ড্রেস, স্নিকার্স পরতে পারেন । কিংবা জিন্স বা ডেনিমের সঙ্গে ক্রপ টপ বা কুর্তি । সাবেকি পোশাক বলতেই প্রথমেই মাথায় আসে শাড়ি । চতুর্থীতে একটু হালকা সাজই ভাল । তাই হ্যান্ডলুম বা মলমল বেছে নিতে পারেন ।
হেয়ার স্টাইল
চতুর্থীর দিন ওয়েস্টার্ন পোশাক পরলে চুল পনি টেল করে বাধতে পারেন । চুল খোলাও রাখতে পারেন, তাহলে স্মার্ট লাগবে । আর শাড়ি পরলে চুল খোঁপা বা খোলা রাখলেই ভাল মানাবে ।
মেক-আপ
চতুর্থীতে মেক-আপ রাখুন হালকা । সাধারণ মেক-আপে প্রাইমার, ফাউন্ডেশন, কম্প্যাক ব্যবহার করতে পারেন । চোখে কাজল, লিপস্টিক । ব্যস আর কী চাই । ওয়েস্টার্ন লুকে কিন্তু একেবারেই টিপ মানাবে না । শাড়ি বা চুড়িদার পরলে অবশ্যই টিপ পরতে ভুলবেন না ।
গয়না
ওয়েস্টার্ন পোশাক পরলে কানে বড় অক্সিডাইজের দুল পরতে পারেন । হাতে শুধুমাত্র ঘড়িই মানাবে । শাড়ি পরলে গলায় হালকা অক্সিডাইজের হার বা মাটির হার পরতে পারেন । গলায় হার পরলে কানে ছোট দুলই পরবেন, তা মাটিরও হতে পারে বা অক্সিডাইজেরও ।
ব্যাগ
ফ্যাশনে ভীষণ ভাবে ইন রাউন্ড ব্যাগ। জুট, জিনস এমন নানা জিনিস দিয়েই এই রাউন্ড ব্যাগ তৈরি করা হয়। ইন্দোওয়েস্টার্ন যেকোনও পোশাক, শাড়িতে রাউন্ড ব্যাগ নিতে পারেন । শুধুমাত্র পার্সও ব্যবহার করতে পারেন ।