আলোর উৎসব বলে কথা! লম্বা লম্বা থেকে ঝুলছে টুনির চেন, ঘরে ঘরে মোমের আলো। এমন দিনে নিজের হাতেই একটু অন্য ভাবে সাজাতে পারেন নিজের ঘর। একদম সহজেই বানিয়ে ফেলতে পারেন একটি হ্যান্ডমেড ফ্লাওয়ার ল্যাম্প।
কয়েকটা পাটকাঠি আয়তাকার সাজিয়ে আঠা দিয়ে জুড়ে নিন। এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে এবার সেলোটেপ লাগিয়ে দিন পর পর। উপর থেকে নিচে সেলোটেপের আস্তরণে আঠার দিকে জুড়ে দিন তাজা রকমারি ফুল পাতা । এরকমই একই সাইজের আরও তিনটি বানিয়ে নিন। এবার সবকটি বক্স সোজা করে জুড়ে দিন। উপরে নিচে ক্রস করে পাটকাঠি জুড়ুন, তাতে ল্যাম্প শক্ত হবে। ভিতরে আলো জ্বালিয়ে ঝুলিয়ে দিন সুন্দর দেখতে এই ফ্লাওয়ার ল্যাম্প।