দুর্গাপুজোর এই ক'দিন যখন উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য, তখন সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল আসানসোলের বারাবনির চরণপুরে। সেখানে রীতিমতো সভা করে মহিষাসুর বা অসুরের মূর্তি এবং ছবিতে মাল্যদান করা হয়। পাশাপাশি চলে স্মরণ সভা। স্থানীয় বাসিন্দাদের কথায়, তাঁদের এই প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এই স্মরণসভার উদ্যোক্তা মূলত সেখানকার 'অসুর' জনজাতির মানুষ এবং 'বৌদ্ধবিহার' সংস্থা।
প্রচলিত লোককথা থেকে জানা যায়, প্রাচীনকালে ওই আদিবাসী জনগোষ্ঠীর রাজা মহিষাসুর দেবী দুর্গার বিরুদ্ধে অস্ত্রধারণ না করে প্রাণ বিসর্জন দেন। কারণ আদিবাসী সমাজে নারীদের বিরুদ্ধে অস্ত্রধারণের নীতি নেই। তারপর থেকেই ওই আদিবাসী জনগোষ্ঠীর বিশ্বাস, দেবী ছলনার মাধ্যমে তাঁদের রাজাকে হত্যা করেন। রাজাকে হারানোর শোক ভুলতে না পেরে আজও পরম্পরা মেনে পশ্চিমবঙ্গ-বিহার-ঝাড়খন্ডের বিভিন্ন অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী এই স্মরণসভার আয়োজন করে থাকে। তবে বর্তমানে 'অসুর ছাড়াও বিভিন্ন জনজাতির মানুষরাও এই স্মরণসভায় অংশ নেন।
আরও পড়ুন- Durga Puja in Glasgow church: শ্রীভূমিতে ভ্যাটিকান, ওদিকে গ্লাসগোর চার্চে বসল দুর্গা পুজোর আসর
ঐতিহাসিকদের মতে, ২০১১ সাল থেকে রাজ্যের বিভিন্ন অংশে এই স্মরণসভার সূত্রপাত। প্রথম বছর প্রায় ২০০টি স্মরণসভার খবর পাওয়া যায়। তবে ৭ বছর পর ২০১৮ সালে সেই সংখ্যাটি বেড়ে হয় প্রায় ৭০০। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় হাজারের উপর স্মরণসভার আয়োজন করা হয় বলেই খবর।