মদ কেনা নিয়ে বচসা, হাতাহাতি ও মৃত্যু। রবিবার ঘটনাটি ঘটেছে কলকাতার ঢাকুরিয়ায়। একটি মদের দোকানে এক ক্রেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দোকানের কর্মচারীরা। আচমকা তাঁকে টেনে দোকানে ঢুকিয়ে কিল মারতে থাকেন কর্মচারীরা। অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। তারপরই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুশান্ত মণ্ডল। এই ঘটনায় রবিবার বিকেলে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা শুরু করে। রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।
সিসি ক্যামেরায় দেখা যায়, দোকানের বাইরে একজনই ক্রেতা দাঁড়িয়ে ছিলেন। তাঁর সঙ্গে হাত নেড়ে কথা বলছিলেন এক কর্মচারী। গড়িয়াহাট রোডের ওই মদের দোকানে ক্রেতাকে ধরে এলোপাথাড়ি মারেন কর্মচারীরা। স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ফুরসত নেই কুমোরটুলি, পুজোর আগেই চাহিদা মেটাতে হিমসিম, বিদেশ চললেন উমা
এরপরই ঢাকুরিয়া ব্রিজ আটকে দেন কয়েকজন। ওই দোকানে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এলে, তাদের ঘিরে বিক্ষোভ দেখা থাকেন উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। বিক্ষোভকারীদেরল দাবি, পুলিশ কাউকে গ্রেফতার করেনি।