নিজের বাড়িতেই এক তরুণীকে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। এরপর ওই যুবকও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের সোদপুর রামকৃষ্ণপল্লিতে। অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাত সওয়া ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে মৃত তরুণীর নাম কৃষ্ণা দে। এক বছর আগে তাঁর সঙ্গে বিয়ে হয় শুভেন্দু দাস নামে এক যুবকের। পেশায় তিনি অটোচালক। বিয়ের পর থেকেই একাধিক বিষয়ে দুজনের মধ্যে সমস্যা হচ্ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, সেকারণেই কৃষ্ণাকে খুন করেছে শুভেন্দু। তাঁকে বেশ কয়েকবার কোপানো হয়েছে। গলাতেও আঘাত করা হয়।
Read More- সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যমৃত্যু দুর্গাপুরের পড়ুয়ার
দুজনের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ হলেও কৃষ্ণার বাড়ির তরফে এই বিয়ে মেনে নেয়নি। বিচ্ছেদের মামলাও চলছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।