রাস্তায় দাঁড়িয়ে গায়ে আগুন লাগিয়ে প্রেমিকের বাড়িতে প্রবেশ এক মহিলার। কলকাতার হরিদেবপুরের এই ঘটনায় মঙ্গলবার মৃত্যু হল ওই মাঝবয়সি মহিলার। পুলিশ মনে করছে, এই ঘটনায় সম্পর্কের টানাপোড়েন আছে।
সোমবার রাতে হরিদেবপুরের ব্যানার্জিপাড়ায় রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বয়স ৪৪-৪৫। আগুনে পুড়ে গুরুতর জখম হন ওই মহিলা। পুলিশকে ওই মহিলা বলেন, সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তি, তাঁর একান্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। তার প্রতিবাদ জানাতেই গায়ে আগুন লাগিয়ে ওই ব্যক্তির বাড়িতে যায় ওই মহিলা। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, তাঁর সঙ্গে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই মহিলার।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বাড়ি ভবানীপুরে। একটি ২০ বছরের ছেলেও আছে তাঁর। আপাতত পুলিশ ঘটনায় আত্মহত্যার ও প্ররোচনার মামলা দায়ের করেছে। মহিলার বয়ান অনুযায়ী, সুবীর নামের ওই ব্যক্তিকেও খুঁজছে পুলিশ।