আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। নিউটাউন থানায় এবার FIR দায়ের। বিমানবন্দর থানা এলাকার এক মহিলা বুধবার এই অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ নিয়ে নওশাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, এই নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন নওশাদ সিদ্দিকি।
অভিযোগকারী সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করছেন। বিয়েরও প্রতিশ্রুতি দেন তিনি। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে কবে পরিচয়, কীভাবে ঘনিষ্ঠতা, তা নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। এদিন মহিলাকে নিউটাউন থানায় নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।
আরও পড়ুন: এক বছর কাটল 'তরুণ-হীন' বাংলা সিনেমা, কিন্তু চিরতরুণ হয়ে থাকবে তাঁর অপার সৃষ্টি
সব্যসাচী দত্ত জানিয়েছেন, মেয়েটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিলেন ওই মহিলা। সংখ্যালঘু পরিবারের উচ্চশিক্ষিত মহিলা। সব্যসাচী দত্ত জানান, আইন আইনের পথে চলবে। পুলিশ দেখুক, অভিযোগ সত্য না মিথ্যে।