পার্ক সার্কাস স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক মহিলার। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবাদে স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের একাংশ। বর্তমানে স্বাভাবিক ট্রেন চলাচল।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলা ২টো থেকে আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। রেললাইন পার হতে গিয়ে ট্রেনের সামনে চলে আসেন ওই মহিলা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী ও সন্তান। ট্রেনের ধাক্কা খেয়ে লাইনের উপরই পড়ে যান মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রবিবার এই ঘটনার জেরে পার্ক সার্কাস স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা ও যাত্রীদের একাংশ। প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল পার্ক সার্কাস স্টেশন। অবরোধকারীদের দাবি, রেললাইন পার হওয়ার উপযুক্ত জায়গা নেই। আগে যে রাস্তা ছিল, তা বন্ধ আছে বলে অভিযোগ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় জিআরপি এবং স্থানীয় পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী ভাবে ওই মহিলার মৃত্যু হল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।