উড়ালপুলের কাজে ব্যবহৃত বুম লিফ্টার যন্ত্রের নীচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু মহিলার। নিউ টাউনের মহিষবাথান এলাকার লোহাপুলের কাছে বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ভবঘুরে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রের খবর, কয়েক মাস ধরে লোহাপুল চত্বরের ফুটপাতে থাকছিলেন ওই মহিলা। মাঝেমধ্যে উড়ালপুলের নীচে শুয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, এ দিনও ওই মহিলা উড়ালপুলের নীচে চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছিলেন। পুলিশের অনুমান, ওই মহিলা যে যন্ত্রটির পিছন দিকে শুয়েছিলেন, তা খেয়াল করেননি বুম লিফটারের চালক। মহিলাকে পিষে দেওয়ার পর এলাকায় হইচই শুরু হয়। বুম লিফ্টারের চালক পলাতক বলে দাবি পুলিশের। লিফ্টারটি আটক করা হয়েছে।
Ajay Banga: প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গা