আরজি কর কাণ্ডে প্রতিবাদ মিছিলে গিয়ে অভয়ার সুবিচারের দাবিতে গলা মিলিয়েছিলেন এক তরুণী। প্রতিবাদ কর্মসূচিতেই বন্ধুত্ব,ঘনিষ্ঠতা হয় এক যুবকের সঙ্গে। ফেসবুকেও বন্ধুত্ব বাড়ে। সেই সঙ্গী ও এক বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওই তরুণীর। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম অর্ঘ্য দাস, শুভম ধর। দুজনেই বেলঘরিয়ার বাসিন্দা। নির্যাতিতার বাড়ি খড়দহ থানার এমএস মুখার্জি রোড এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মাস খানেক আগে সোদপুর ট্রাফিক মোড়ে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে নামেন খড়দহের ওই তরুণী। সেখানেই তাঁর সঙ্গে শুভম নামে যুবকের সঙ্গে পরিচয় হয়। ফেসবুকে কথাবার্তা হয় দুজনের। ঘনিষ্ঠতাও বাড়ে।
গত শনিবার রাতে, বন্ধু অর্ঘ্য দাসকে সঙ্গে নিয়ে তরুণীর খড়দহের বাড়িতে যায় শুভম। অভিযোগ, মদ্যপ অবস্থায় দুই যুবক ওই তরুণীকে ধর্ষণ করে ভিডিয়ো করে। সেই ভিডিয়ো দেখিয়ে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করার অভিযোগও ওঠে। এরপরই খড়দহ থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় দুজনকে। সোমবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।