শনিবার সকালে শহরে (Kolkata Crime News ) ভয়ঙ্কর ঘটনা । এক তরুণীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ । গল্ফগ্রিনে (Golfgreen) রিজেন্ট কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে । হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই তরুণীকে ।
জানা গিয়েছে, শনিবার সকালে রিজেন্ট পার্ক এলাকায় ওই তরুণীর উপর ছুরি নিয়ে আচমকা হামলা চালায় এক যুবক । ঘটনাস্থলে অন্য এক যুবক এসে ওই তরুণীকে বাঁচিয়ে দেন বলে জানা গিয়েছে । ঘটনায় তরুণীর হাত, গালে আঘাত লাগে । হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন, Budge Budge Double Murder: বজবজে জোড়া খুন, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীকে আগের থেকেই চিনতেন অভিযুক্ত যুবক । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কী কারণে হামলা চালানো হয়েছে ওই তরুণীর উপর, তা এখনও স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।