শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য ট্রেন চলাচল ব্যাহত। যার জেরে চরম দুর্ভোগে যাত্রীরা। রবিবার সকালে পরিস্থিতি আরও খারাপ হয় বলে অভিযোগ যাত্রীদের। ট্রেন না পেয়ে শিয়ালদহ স্টেশনে ভিড় হাজার হাজার যাত্রীদের। তাঁদের মধ্যে কয়েকজন বিক্ষোভ দেখাতেও শুরু করেন। অনুসন্ধান কেন্দ্রে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।
শুক্রবার থেকে শিয়ালদহ স্টেশনে কাজ শুরু হয়। যার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়। এছাড়াও অনেক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছে। সমস্যায় পড়েন যাত্রীরা। যে কটি ট্রেন চলছে সেগুলিতে বাদুড় ঝোলা অবস্থা তৈরি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় এক যুবকের। ট্রেন ধরতে না পেরে অনেককেই স্টেশনে দীর্ঘসময় কাটাতে হয়েছে। সমস্যায় পড়েছেন যাত্রীরা।
শুধু লোকাল ট্রেন নয়, কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। রাজধানী, দুরন্তর মতো প্রিমিয়াম ট্রেনও প্রায় ৩ ঘণ্টা দেরিতে শিয়ালদহ ঢোকে। কাঁধে ট্রলি, স্যুটকেশ নিয়েও রেললাইন ধরে হাঁটতে দেখা গিয়েছে।
কী কারণে সমস্যা তৈরি হয়েছে?
এবার থেকে শিয়ালদা উত্তর এবং মেইন শাখায় চালানো হবে ১৪ কামরার লোকাল ট্রেন। আর সেকারণে প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ প্রযুক্তিগত বিভিন্ন উন্নীতকরণের জন্য ব্যাহত হয় পরিষেবা।
যাত্রী বিক্ষোভ-
শুক্র এবং শনিবার অধিকাংশ সরকারি এবং বেসরকারি অফিস খোলা ছিল। যার ফলে সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। যদিও রবিবার দূর গন্তব্যের যাত্রীরা বেশি সম্মুখীন হয়। বাইরে থেকে অনেক যাত্রী না জেনে ট্রেন ধরতে এসেছিলেন। কিন্তু ট্রেন বাতিলের খবরে সমস্যায় পড়তে হয় তাঁদের। অনেকেই রাত কাটান শিয়ালদহ স্টেশনে।