প্রায় ২৪ ঘণ্টা হয়ে গেল। এখনও থমথম গার্ডেনরিচের পরিস্থিতি। সোমবার মধ্যরাত পর্যন্ত চলেছে উদ্ধারের কাজ। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহম্মদ ওয়াসিম এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে। বড়বাজার থানায় একটি ডাকাতির ঘটনায় এর আগে নয় বছর জেল খেটেছে এই ব্যক্তি।
গার্ডেনরিচের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল এই ওয়াসিমের। বিভিন্ন জায়গায় দু-জনকে একসঙ্গে দেখা গিয়েছে বলেও দাবি করা হয়েছে। অভিযোগ, কাউন্সিলরের হাত মাথায় থাকার কারণে একগুচ্ছ বেআইনি নির্মাণ গত কয়েক বছরে করেছে এই প্রোমোটার।
এলাকার স্থানীয় কংগ্রেস নেতার অভিযোগ, মহম্মদ ওয়াসিম এলাকায় বেআইনি নির্মাতা বলেই বিখ্যাত। কারণ, তার নিজের পাঁচতলা বাড়িও বেআইনি নির্মাণ বলেই অভিযোগ করা হয়েছে।