যাদবপুরের (Jadavpur University Death) ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। যতই তদন্ত এগোচ্ছে একের পর এক সামনে আসছে বিস্ফোরক তথ্য। এবার উঠে এল হস্টেলের একটি অলিখিত নিয়মের কথা, হস্টেলে ঢুকলেই নাকি এই প্রথা মেনে চলতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে এই নাকি ছিল অলিখিত নিয়ম। প্রত্যেক প্রথমবর্ষের ছাত্রের ‘হস্টেল বাপ’ (Hostel Father) ঠিক করে দেওয়া হত। মৃত পড়ুয়া স্বপ্নদীপের হস্টেল বাপ ছিলেন ধৃত মনোতোষ ঘোষ। সিনিয়াররাই মনোতোষকে হস্টেল বাপ বানিয়েছিল বলে খবর। ধৃত মনোতোষ ঘোষ ফোরাম ফর আর্টস স্টুডেন্টস বা FAS নামক স্বাধীন সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা কার্যত সিনিয়ারদেরই ‘দাদাগিরি’র একটি অংশ বলা যায়। অর্থাৎ কোনও পড়ুয়া প্রথমবার আবাসিক হতে গেলে তাঁকে খুঁজে দেওয়া হবে একজন সিনিয়র দাদা বা ‘হস্টেল বাপ’। উঠতে বসতে তাঁর তত্ত্বাবধানেই চলতে হবে সেই প্রথম বর্ষের পড়ুয়াকে। ‘হস্টেল বাপ’-এর রাজনৈতিক পরিচয়েই আগামীদিনে ওই পড়ুয়ার রাজনৈতিক পরিচয় হয়ে থাকে বলে খবর হস্টেল সূত্রে।