চিটফান্ড-কাণ্ডের তদন্তে রবিবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে তল্লাশি চালালো সিবিআই। উত্তর ২৪ পরগনার বীজপুরের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিধায়কের কলকাতার তিনটি ফ্ল্যাটেও তল্লাশি চালান। পরিবার সূত্রে জানা গিয়েছে, তল্লাশি শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে গিয়েছেন সিবিআই কর্তারা। বিধায়কের স্ত্রী রিঙ্কু অধিকারীর দাবি, তারমধ্যে রয়েছে সুবোধের জীবনবিমার কাগজ এবং পাসপোর্টের নম্বর। সূত্রের খবর, তাঁরা হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির সঙ্গে সুবোধ অধিকারীর ব্যবসায়িক যোগ খুঁজে পেয়েছেন। সেই সংক্রান্ত নথিও সংগ্রহ করেছে সিবিআই। রাজু সাহানিকে আগেই গ্রেফতার করা হয়েছে।
বীজপুরের পাশাপাশি তৃণমূল বিধায়কের কলকাতা তিনটি ফ্ল্যাটেও যান সিবিআই কর্তারা। এরমধ্যে দক্ষিণ দাঁড়ির একটি ফ্ল্যাটে গেলেও সেখানে ঢুকতে পারেননি। পাইকপাড়ায় সুবোধ অধিকারীর ফ্ল্যাটে তল্লাশির পর বিধায়কের স্ত্রীর দাবি, তেমন কিছু উদ্ধার সিবিআই করতে পারেনি। তবে রাজুর সঙ্গে সুবোধের যে বন্ধুত্ব ছিল, তা স্বীকার করেছেন রিঙ্কু অধিকারী।
হালিশহরের পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতারের পর এদিন বীজপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। পাশাপাশি তল্লাশি চালানো হয় কাঁচরাপাড়া পুরসভার প্রধান ও এক কাউন্সিলরের বাড়িতেও। স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ করেন, চিটফান্ড তদন্তের নামে তাঁদের ভয় দেখাচ্ছে সিবিআই।