আজ পয়লা মে, বেশিরভাগ সংস্থা-অফিস ছুটি। আজ দিনভর আবহাওয়ায় বিরাট পরিবর্তনের খবর নেই। তবে এপ্রিলের শেষ দিন এসে সমস্ত কিছুকে ছাপিয়ে গেল তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪৩ ডিগ্রি। এপ্রিলের নিরিখে এই তাপমাত্রা গত ৫০ বছরে রেকর্ড। ১৯৮০ সালের ২৫ এপ্রিল তাপমাত্রা ৪১.৭ ডিগ্রিতে পৌঁছেছিল, সেই রেকর্ডকে ভেঙে দিল এবারের এপ্রিল ‘সংক্রান্তি’।
তবে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নতুন করে আর বাড়ার সম্ভাবনা নেই। সপ্তাহান্তে তাপমাত্রার কয়েক ডিগ্রি পতন হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর,রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার রাজ্যের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
এদিকে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি, উলুবেড়িয়াতেও একই তাপমাত্রা ছিল। তবে ব্যারাকপুর, কৃষ্ণনগর, সিউড়িতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি।