নবমী নিশি ফুরিয়েছে। এবার দেবী দুর্গার ফেরার পালা। আজ দশমী। আবার একটা বছরের অপেক্ষা। এই বিষাদে বাঙালির সঙ্গে সঙ্গে মুখ ভার থাকতে পারে আকাশেরও। বুধবার আকাশ মেঘলা থাকলেও, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি এখন ধীরে ধীরে অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে গিয়েছে। ফলে, বৃষ্টি দাপট কমবে দুই পরগনা, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাবে। কমবে বৃষ্টি। তবে, কলকাতা এবং কলকাতার সংলগ্ন এলাকায় দশমীর দিন কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও। বেলা বাড়তেই আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
অষ্টমীর থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা এবং বিভিন্ন জেলায়। কিন্তু দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। মোটের উপর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আবহাওয়া ভালোই থাকবে।