খাতায়-কলমে এখনও ফেব্রুয়ারি মাস। তবে রোদের হালচালে তা বোঝা দুষ্কর। সকালে ঘন কুয়াশা, আর বেলা বাড়লেই ভ্যাপসা গরম(West Bengal Weather Update)। একনজরে এটাই রাজ্যের আবহাওয়ার চিত্র। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি। তবে আবহাওয়ার এই ওঠাপড়া আরও কিছুদিন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস(Alipore Weather Office)।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও উর্দ্ধমুখী তাপমাত্রা। তবে দার্জিলিং-কার্শিয়াং সহ পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার(North Bengal Fogg Update) দাপট অব্যাহত রয়েছে। এছাড়া উপকূল অঞ্চলেও সকালে কুয়াশা দেখা গেছে।
আরও পড়ুন- Howrah-NJP Vande Bharat: আরও তাড়াতাড়ি গন্তব্যে, বাড়ছে হাওড়া-এনজেপি বন্দে ভারতের গতিবেগ
আলিপুর সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে আরও চড়বে পারদ। দক্ষিণবঙ্গের(South Bengal Weather Update) পাশাপাশি উত্তরবঙ্গেও পাকাপাকিভাবে প্রবেশ করবে ভ্যাপসা গরম।