বৃষ্টি নেই, শুধুই তাপ। তাই আবহাওয়া দফতরের দাবি, এখনই বৃষ্টির আশা না করাই ভাল। ভাল খবর বলতে আগামী কয়েকদিন দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় তাপপ্রবাহ চলবে না। তবে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহ অব্যাহতই থাকবে। উত্তরবঙ্গে অবশ্য সামান্য বৃষ্টি হতে পারে। বিশেষকরে পাহাড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির ঘরেই থাকবে।
আরব সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। যা নাকি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তাতে বাংলার কী খুব যায় আসবে ? আবহাওয়াবিদদের মতে, এই দুর্যোগে আরও পিছিয়ে যেতে পারে বাংলায় বর্ষার আগমন। ১৫ জুনের পর থেকে বর্ষা প্রবেশ করে। কিন্তু এবার এমনিতেই লেট করার একটা আশঙ্কা করা হচ্ছে। এবং ওই নিম্নচাপ প্রভাব ফেলবে মহারাষ্ট্র এবং কর্নাটকের উপরেই।
আগামী কদিন উত্তরবঙ্গের জন্য থাকছে ভাল খবর। ১০ জুনের পর থেকে পাঁচ জেলায় বৃষ্টি সামান্য বাড়তে পারে। তবে বর্ষা এখনও বহুদূর বলেই মনে করছেন আলিপুরের হাওয়া অফিস।