পরিস্থিতি সেই এক। সকালে মেঘলা, দিনে গরম, আবার রাতে ঠান্ডা। তাতেও শীত ফেরার কোনও ইঙ্গিত দিচ্ছে না হাওয়া অফিস। বরং দাবি করা হচ্ছে, এ ভাবেই এসে যাবে বসন্ত। আজ, বুধবার থেকে শুরু হচ্ছে প্রেমের সপ্তাহ। তাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে না।
এদিনও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট ছিল বেশ ভালই। বেলা বাড়তে হালকা রোদের তেজ অনুভব হচ্ছে। আলিপুর জানিয়েছে, গোটা দিনটা এ ভাবেই কেটে যাবে। সন্ধ্যা নামলেও তাপমাত্রা খানিকটা উষ্ণের দিকেই থাকবে। কারণ, মেঘ না কাটলে পরিস্থিতি এ ভাবেই চলবে।
মঙ্গলবারের পর বুধবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উর্ধ্বমুখী। আজ শহরের তাপমাত্রা ঘুরতে পারে ২৮ ও ২০ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতর জানিয়েছে, যা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। অতএব শীতের বিদায় কার্যত বলাই যায়।