যাই যাই করেও যেন আর যাওয়া হয়ে উঠছে না শীতের(West Bengal Weather Update)। ভোরে কুয়াশার সঙ্গে হালকা ঠাণ্ডার আমেজ থাকলে বেলা বাড়লেই তা উধাও। অবস্থা এমন দাঁড়াচ্ছে যে, শীতবস্ত্র খুলে ফেলেও স্বস্তি মিলছে না। স্লগ ওভারে এসেও রান না তুলে নিজের উইকেট বাঁচিয়ে চলেছে শীত(Kolkata Weather Update)।
হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বাড়বে তাপমাত্রা। কিন্তু ফের ১৩-১৪ তারিখ নাগাদ কিছুটা কমবে পারদ। আগামী বেশ কয়েকদিন দার্জিলিংসহ পাহাড়ে হালকা বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার-কোচবিহার(Alipurduar Weather Update) বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে বলেই খবর। কমবেশি ফেব্রুয়ারির শেষপর্যন্ত এই অবস্থা থাকার সম্ভাবনা।
আরও পড়ুন- Mamata-CV Anand-Subhendu: রাজ্যপালের মুখে মমতার প্রশংসা, আনন্দকে কটাক্ষ শুভেন্দুর
আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের(South Bengal Weather Update) আবহাওয়া কার্যত শুষ্কই থাকবে। পাশাপাশি, উপকূলের জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।