প্রবল গরমের হাত থেকে আপাতত নিস্তার নেই বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে বলেই খবর। পাশাপাশি, এখনই বৃষ্টির কোনও পুর্বাভাস নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে সকালে আংশিক মেঘলা থাকলেও বেলায় ঝলমলে আকাশের দেখা মিলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যে এই শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে এই শুষ্ক গরম বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী পাঁচদিন তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে খবর।
আরও পড়ুন- Sikkim Avalanche: সিকিমের তুষারধ্বসে মৃত ৭ জনের দুজন বাঙালি, আহতদের ৭ জনও বাংলার