ঘূ্র্নাবর্তে রক্ষে নেই, নিম্নচাপ দোসর। যার জেরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর জানিয়েছে, মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলের জেলা গুলিতেই এই বৃষ্টি হবে। যার ফলে কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা এবং হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস থাকছে।
এর আগেই আলিপুর জানিয়েছিল, শেষ স্পেলে এসে দক্ষিণবঙ্গকে বেশি ভিজিয়ে যাবে বর্ষা। রবিবার থেকে তার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সোমবার সকাল থেকে বেশ কয়েকটি জেলা থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই জেলায় বাজ পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত
রাজ্য বিধানসভায় দিন কয়েক আগেই এই ব্যাপারে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল। তাতে উল্লেখ করা হয়েছিল রাজ্যে বাজ পড়ে গড়ে চার জন করে প্রাণ হারাচ্ছেন।
এদিনের বৃষ্টিতেও কলকাতা ও শহরতলী থেকে জল জমার খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির প্রভাব কমতে পারে।