বঙ্গের তাপের খেলায় এবার টক্কর দক্ষিণের সঙ্গে উত্তরের। রাজ্যের উষ্ণতম দিন হিসাবে কার্যত এক মেরুতে দক্ষিণের বাঁকুড়ার সঙ্গে উত্তরের মালদহ। দুই জেলাই দাঁড়িয়ে ৪১ ডিগ্রিতে। ফারাক শুধু পয়েন্টের। যারা গরমের জন্য বিখ্যাত, তাদের তালিকায় এবার সবাইকে চমকে দিয়েছে উত্তর ২৪ পরগনার বারাকপুর। এই মহকুমা শহরের তাপমাত্রাও এবার ৪০-এর ঘরে। আজ, রবিবারও কার্যত এই একই দশা চলতে পারে। এমনটাই দাবি আলিপুরের। বর্ষা এখনও অনেক দূর বলেই দাবি আবহাওয়াবিদদের। তবে ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি।
আলিপুর জানিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টি হলেও, তা কলকাতায় হচ্ছে না। মূলত উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নতুন করে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে বর্ষা কবে ? সময় লাগবে বলেই দাবি আবহাওয়াবিদদের। কারণ, এখনও পর্যন্ত মৌসুমী বায়ুর সন্ধান মেলেনি। এমনিতে জুন মাসেই বর্ষা চলে আসে। কিন্তু এবার একটু সময় লাগতে পারে বলেই মত আলিপুরের।