রবিবারেই তীব্র গরম থেকে সাময়িক মুক্তি পাবে বঙ্গবাসী। এমনটাই পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে।
ফলে সোমবার থেকে ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। রবিবার বৃষ্টি হতে পারে, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। শুধু দক্ষিণবঙ্গ নয়। উত্তরেরও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
আরও পড়ুন - রাজভবনে নিষিদ্ধ পুলিশ, নিষিদ্ধ মন্ত্রী চন্দ্রিমা, আজ তৃণমূলের প্রতিবাদ মিছিল