রাজ্যে বেশ কিছুদিন বৃষ্টির পর ফের বাড়বে তাপমাত্রা। সোমবার হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী বেশ কিছুদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশে গুমোট গরমে অস্বস্তি বাড়বে বলেই খবর।