ভারী বৃষ্টি পেতে হলে আরও আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গকে। এই সময়ে মধ্যে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ, সোমবার উত্তরবঙ্গ এবং উপকূলের জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত কয়েকদিন ধরেই আলিপুরের দাবি, রাজ্যে হঠাৎ করে বৃষ্টি ঘাটতি দেখা দিয়েছে। যার জেরে বিক্ষিপ্ত কিছু অংশে ভারী বৃষ্টি হলেও রাজ্যে অধিকাংশ জায়গাতে বৃষ্টির তেমন কোনও দাপট নেই। যার জেরে পশ্চিমাঞ্চলের জেলায় ফের বাড়ছে গুমোট ভাব। মনে করা হয়েছিল রবিবার এই ভাব কেটে যাবে।
আরও পড়ুন : গরম থেকে রেহাই, রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস জানিয়েছে, এর জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। বর্ষা যাওয়ার আগে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। গত কয়েক বছরের ধারায় দেখা যাচ্ছে, বর্ষার শুরুতে বিপর্যস্ত হয় উত্তর। আর শেষবেলায় দক্ষিণবঙ্গকে কার্যত ডুবিয়ে দিয়ে বর্ষার বিদায় হয়।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ হয়ে পারে ৯১ শতাংশ।