দুর্যোগ যেন কেটেও কাটছে না উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির মাঝেই এবার হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। উৎসস্থল নেপাল বলেই প্রাথমিক অনুমান। যদিও এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আলিপুর হাত্তয়া অফিসের পূর্বাভাস, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়াতে আগামী দু'দিন অর্থাৎ আজ এবং কাল ভারী বৃষ্টি হতে পারে।
জানা গিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার রাজ্যে আংশিক মেঘলা আকাশ। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ ৷
আরও পড়ুন- Nirmala Mishra passes away: প্রয়াত শিল্পী নির্মলা মিশ্র, বয়স হয়েছিল ৮১ বছর
জানা গিয়েছে, এতদিনে মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকে বালুরঘাট হয়ে চলে যাওয়ায় বৃষ্টি সেভাবে ধরা দেয়নি। তবে আজ থেকে পরিস্থিতির বদল হতে পারা। কারণ, মৌসুমী অক্ষরেখা ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে। আসানসোল-কলকাতা হয়ে বঙ্গোপসাগরের দিকে যাবে। ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই মত আলিপুরের।