বঙ্গে ফের বৃষ্টি। আজ, মঙ্গলবার থেকে আগামী চারদিন সেই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সকাল থেকে উত্তর ও দক্ষিণ দুই বাংলার আকাশ এখনও পর্যন্ত মেঘমুক্ত। বরং পশ্চিমের জেলাগুলিতে কুয়াশার দাপট। যার জেরে সকালের দিকে অনেকটাই অনুভূত হয়েছে ঠান্ডা। তবে কনকনে নয়।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই দাবি করা হয়েছে। মূলত, বাংলাদেশে উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতিতে কলকাতা থেকে উধাও হচ্ছে শীত। ধীরে ধীরে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা পারদ থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রির ঘরে। যা ইঙ্গিত, উষ্ণ হচ্ছে কলকাতা।