বৃষ্টিমুক্ত পুজো। ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। পূর্বাভাসে বলা হয়েছে, মহালয়ার পরের বঙ্গ থেকে বিদায় নিচ্ছে বর্ষা। ফলে বিরাট কোনও অঘটন না ঘটলে হেমন্তের আকাশেই হবে শরতের সবচেয়ে বড় উৎসব।
নিম্নচাপ এখন ঝাড়খণ্ডে অবস্থান করছে। তাই আগামী আরও চার থেকে পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে মাটি হতে পারে পুজোর বাজার।
আরও পড়ুন : জোড়া নিম্নচাপের কাঁটা, শনিবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে উত্তরও
তবে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, মহালয়ার পর থেকে রাজ্যে আসবে হেমন্তের আবহাওয়া। তাঁদের দাবি, এই বছর বর্ষা ঠিক সময়ে এলেও, অনেকটাই ঘটতি রয়েছে দক্ষিণবঙ্গে। যার জেরে বর্ষা যেতে এবার একটু বেশি সময় নিল। আজ, সোমবার কলকাতার তাপমাত্রা ৩০ এবং ২৬। সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।