ফেব্রুয়ারি পর্যন্ত কোনওরকমে শীতের দেখা মিললেও মার্চ শুরু হতেই প্রবল গরমে জর্জরিত বঙ্গবাসী। সকালে কুয়াশার দাপট থাকলেও একটু বেলা বাড়লেই পারদের উর্দ্ধগতিতে ত্রাহি ত্রাহি রব উঠছে কলকাতা থেকে জেলা সর্বত্র। সেই অর্থে বসন্তকালেই গরমের দাপটে কাহিল হয়ে পড়ছেন মানুষ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও উর্দ্ধমুখী থাকবে বলে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস।