বাংলার আকাশ থেকে বৃষ্টি আবার হারিয়ে গেল। কবে ফিরবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না হাওয়া অফিস। আলিপুর জানিয়েছে, আগামী কয়েকদিন আর্দ্রতা জনিত গরম কিন্তু থাকবে। ক্যালেন্ডারে শরৎ কাল হলেও, এক অদ্ভূত আবহাওয়া রাজ্য জুড়ে। তার জেরে ফের শরীর খারাপ বাড়ছে শহরে।
তবে আলিপুরের পূর্বাভাস, শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে। তার পরের তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একটি ঘূর্ণাবর্ত তৈরির ইঙ্গিত মিলেছে। তা শুক্রবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। তা যদি নিম্নচাপে পরিণত হয়, তাহলে শুক্রবার থেকে টানা সোমবার পর্যন্ত ফের বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গে।
পুজোর আবহাওয়া কেমন থাকবে ? কারণ, পড়ে আছে হাতে গোনা আর কয়েকটা দিন। তাতে আলিপুরের দাবি, অক্টোবরের গোড়ায় উত্তরবঙ্গে কেমন বৃষ্টি হবে, তার উপর নির্ভর করবে পুজোর আবহাওয়া।