প্রবল গরমে কার্যত নাভিশ্বাস ওঠার যোগাড় রাজবাসীর। কলকাতা থেকে জেলা সর্বত্রই ছবিটা প্রায় এক। তবে এরই মধ্যে ফের একবার খুশির খবর দিল আলিপুর হাওয়া অফিস। বুধবার থেকে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি বাড়তে পারে বলেই খবর। দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমেও ব্যাপক ঝড়বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু ঝড়বৃষ্টি চললেও আপাতত গরম কমার কোনও পূর্বাভাস নেই। বরং বুধ-বৃহস্পতি থেকে বাড়তে পারে তাপমাত্রা।
আরও পড়ুন- Rahul Gandhi on opposition alliance: 'কিছুতেই জোট ভাঙবেন না’, ১৭টি বিরোধী দলের বৈঠকে বার্তা রাহুলের
চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে চলছে ঝড়বৃষ্টি। এমনকি, বাঁকুড়া-পুরুলিয়ায় শিলাবৃষ্টিও হয়েছে। তা সত্ত্বেও তাপমাত্রা কমার কোনও লক্ষণই নেই।
সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবারও দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যাৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।