West Bengal Weather Update : শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি, বৃষ্টি থেকে রেহাই মিলছে না এখনই, ভাসাবে পুজো

Updated : Sep 27, 2024 10:48
|
Editorji News Desk

দুর্গাপুজোর আগে বানভাসি পরিস্থিতি দক্ষিণবঙ্গে । গত দু'দিন ধরে টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা । এদিকে, ডিভিসি জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলি, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় । তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে । হাওয়া অফিসের পূর্বাভাস মতো সকাল থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি থেমেছে । মাঝে মধ্যে রোদের দেখাও মিলছে । হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম । তবে, বৃষ্টি থামলেও স্বস্তি মিলছে না । অক্টোবর থেকেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সেক্ষেত্রে পুজো এবার মাটি করতে পারে বৃষ্টি ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম । দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, ১ অক্টোবর থেকে ফের বৃষ্টি বাড়়বে । হাওয়া অফিস জানিয়েছে, দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছে । বর্ষার রেশ থাকবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ।

শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি ?

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে । শনি ও রবিবার আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে । 

উত্তরবঙ্গেও এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে । কোচবিহারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ।       

শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । 

West Bengal Weather Update

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট