বিদায় নিয়েছে শীত। তবে, শনিবার রাত থেকেই হালকা শীতল আমেজ রয়েছে শহরজুড়ে। রবিবার (Sunday Weather) সকালেও হালকা ঠাণ্ডা বাতাসে মন জোড়াচ্ছে বঙ্গবাসী। আলিপুর (Alipur Weather Office) আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে সাময়িক ভাবে তাপমাত্রা (Temparature) বদলের কোনও সম্ভবনা নেই। ফলে, আপাতত কয়েকদিন একই রকম থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আপাতত কয়েকদিন আবহাওয়া একরকম থাকলেও মার্চের প্রথম সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া। বাড়বে রোদের দাপট। তাপমাত্রা লাফিয়ে পৌঁছে যাবে ৩৫ ডিগ্রিতে।
আরও পড়ুন - রান্না করা খাবারে 'নিষেধাজ্ঞা', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে দেওয়া হবে ড্রাই ফুড
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতা ও সংলগ্ন জেলার আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।