বড়দিনেও(Chirstmas Weather Update) হাড়কাঁপানো ঠাণ্ডা 'মিস' করলেন বঙ্গবাসী। উপরন্তু বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের জেরে তাপমাত্রা আরও বাড়বে বলেই খবর। দিন ও রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে। আগামী ২ দিন রাজ্যে ঠাণ্ডা কম থাকলেও তারপর পরিস্থিতির কিছুটা বদল হতে পারে। তবে ঠাণ্ডা(Winter Update in Kolkata) কম থাকলেও শহর থেকে জেলা, কুয়াশার দাপট অব্যাহত রয়েছে।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা(West Bengal Weather Update) ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ভোরের দিকে কুয়াশার(Foggy Morning in Kolkata) দাপট থাকলেও বেলা বাড়লেই বাড়বে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৬-৯৮ শতাংশ।
আরও পড়ুন- Sundarban Tourism: বড়দিনে সেজে উঠেছে সুন্দরবন, শীতের ছুটিতে বাঘ-হরিণ দেখতে উপচে পড়ছে ভিড়
উত্তরবঙ্গের(North Bengal Weather Update) বিভিন্ন জেলায় কুয়াশার দাপট অব্যাহত। বিশেষত, দার্জিলিং-কালিম্পং-দুই দিনাজপুর-মালদায় কুয়াশার(Fogg Alert in North Bengal) জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে বলেই খবর।