বর্ষা (Monsoon) যাওয়ার আগেই বৃষ্টি কমবে রাজ্যে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। যার ফলে, আজ সোমবার দুই বঙ্গেই বৃষ্টির দাপট কম থাকতে পারে। পাল্লা দিয়ে ফের বাড়তে পারে আদ্রর্তাজনিত অস্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ দুই রয়েছে রাজ্যে উপরে। তবুও, বৃষ্টির পরিমাণ কম, যা বেশ অভিনব বলেই দাবি করা হয়েছে।
উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলায় সাময়িক ভাবে ভারী বৃষ্টির প্রকোপ কমবে। আগামী ৪৮ ঘণ্টায় এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলায় আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : রবিতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
তবে খারাপ খবর দক্ষিণবঙ্গের (South Bengal) জন্য। আলিপুরের দাবি, আপাতত বৃষ্টি কমার পাশাপাশি বাড়বে অস্বস্তিকর গরম। যা রবিবার দুপুরের পর থেকেই টের পাওয়া গিয়েছে। সেই কারণ রবিবার শহরের তাপমাত্রা ছিল স্বাভাবিকের বেশি।
আজ, সোমবারও কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।