হাতে আর মাত্র ২৪ ঘন্টা, তারপরই বড়দিনের(Christmas Weather Update) আনন্দে ভাসতে চলেছেন রাজ্যবাসী। কিন্তু উৎসবের এই মরশুমেও শীতের দেখা নেই। কলকাতা থেকে জেলা সর্বত্র ঢেকেছে ঘন কুয়াশায়(Foggy Morning in Kolkata)। কিন্তু বেলা বাড়লেই উধাও ঠাণ্ডা। হাওয়া অফিসের(Alipore Weather Office) মতে, বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই রকমফের।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা(Kolkata Weather Update) ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৬ শতাংশ।
আরও পড়ুন- CBI Visits Bikash Bhavan: বিকাশ ভবনে হঠাৎ হানা সিবিআইয়ের, মন্ত্রীর ঘরের উল্টোদিকে নথিপরীক্ষা
আলিপুর হাওয়া অফিসের(West Bengal Weather Update) কথায়, সকালের দিকে তাও কিছুটা ঠাণ্ডা থাকলেও বেলা বাড়লেই বাড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টাতেই তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। তবে জলপাইগুড়ি-কোচবিহার-উত্তর দিনাজপুর-মালদায় ঘন কুয়াশায়(Foggy Morning in West Bengal) দৃশ্যমানতা কমবে বলেই খবর।