কলকাতা ৪১। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে চড়ছে শহরের পারা। সঙ্গে বইছে তাপপ্রবাহ। যা থেকে আগামী আরও দুই থেকে চারদিন নিস্কৃতি মেলার কোনও পূর্বাভাস নেই। বরং দাবি করা হয়েছে, আগামী বাহাত্তর ঘণ্টায় গাঙ্গেয় বাংলার তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়বে। ভোটের আগে বালুরঘাট এদিন ৪০ ডিগ্রি।
এদিন কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বেশি। তবে তাপের খেলায় সবাইকে ছাপিয়ে গিয়েছে পানাগড়। যেখানে স্বাভাবিকের থেকে তাপমাত্রা প্রায় সাত ডিগ্রি বেশি। এমনকী, কালিম্পঙ, দার্জিলিঙের মতো জেলায় হু হু করে বাড়ছে স্বাভাবিকের থেকে বেশি পারদ।
আলিপুরের হিসাব, কলকাতার পাশাপাশি আরও ২০টি জায়গার পারদ এদিন ঘোরাফেরা করেছে ৪০ ডিগ্রিতে। ১৫ জায়গায় বয়েছে তাপপ্রবাহ। যেখানে বাদ যায়নি উত্তরবঙ্গের তিন জেলা। রেকর্ড গড়ে পানাগড় এদিন ৪৩ ডিগ্রি। দ্বিতীয় স্থানে মেদিনীপুর ৪১ ডিগ্রি।