পাকাপাকি ভাবে বর্ষা এল না। এরমধ্যেই ফুঁসতে শুরু করল উত্তরবঙ্গের বেশ কিছু নদী। তারমধ্যেই হাওয়া অফিস তাদের পূর্বাভাসে জানিয়ে দিল, আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে সেখানকার প্রতিটি জেলায়। বিশেষ করে, মালদহ, দুই দিনাজপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে তুলনামূলক ভাবে দক্ষিণবঙ্গের জেলা গুলিকে বৃষ্টির জন্য খানিক অপেক্ষা করতে হবে। আলিপুরের দাবি, রবিবারের আগে পাকাপাকি বর্ষা আসছে না দক্ষিণবঙ্গে। যার জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হলেও, গরম কিন্তু রয়েই যাবে।
আলিপুর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রা ও দুই মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বর্ষা এসেছে। কিন্তু এখনও তা জমাট বাঁধতে পারছে না। তার জেরে পুরোপুরি বর্ষার আমেজ নিতে হলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী সপ্তাহ থেকে হয়তো হাত খুলে ব্যাট করতে পারবে বর্ষা। কিন্তু তার আগে পর্যন্ত কয়েক পশলা বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকেই যাবে।
উল্টোদিকে, শুরু থেকেই উত্তরবঙ্গে বেশ দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেই। এবার সেই রেকর্ডও ছাপিয়ে যেতে পারে। কারণ, ভরা বর্ষার আগেই কোচবিহার, জলপাইগুড়ির একাধিক নদী ফুঁসতে শুরু করেছে। এরপর আসতে পঞ্চায়েত ভোট। তার আগে পরিস্থিতি কোন দিকে যাবে, প্রশাসন এখন সেই দিকেই নজর দিচ্ছে।