মাঘের মাঝে খেল দেখাচ্ছে ঠান্ডা। মঙ্গলবার শীতলতম দিন। কলকাতা ১১.৮। স্বাভাবিকের দু ডিগ্রি কম। সর্বনিম্নের সঙ্গে পাল্লা দিয়ে নেমেছে সর্বোচ্চ পারদ। গত ২৪ ঘণ্টায় তা রেকর্ড হয়েছে ১৯.৮। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। মরশুমে এই প্রথম ২০ ডিগ্রির নিচে নামল সর্বোচ্চ তাপমাত্রা। যার ইঙ্গিত ঠান্ডা এখনও থাকবে।
রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তা খুবই সামান্য। হাওয়া অফিসের দাবি, বৃষ্টিও ঠান্ডাকে টলাতে পারবে না। বরং ঠান্ডার দোসর হতে পারে বৃষ্টি। যা পরিবেশকে আরও কনকনে করতে পারে। এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা ছিল।
যার জেরে সকালে অনেকটা শীতল অনুভূত হয়েছে। বেলা বাড়তে রোদের মুখ দেখা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় পারার পতন অব্যাহত থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস, শহরের তাপমাত্রা দশের কাছে নামতে পারে।